Wednesday, August 31, 2011

আমার ইচ্ছে ঘুড়ি!

একেকটা মানুষের সাথে তার পোশাকের যে সম্পর্ক, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো ঠিক তেমনই। প্রত্যেকটা মানুষের অতি প্রিয়, খুব কাছের কিছু পোশাক থাকে। আবার কিছু থাকে প্রিয় না হলেও গায়ে জড়াতে হয় - ছুঁড়ে ফেলা যায়না সহজেই - হয়তো অভ্যাস। এভাবে জিইয়ে রাখা আলতো সম্পর্কগুলো একসময় আলগা হতে থাকে - নুয়ে পড়ে - আত্মার যে টানগুলো ছিল কখনো, ছিঁড়ে যেতে থাকে - ভালো না লাগা পোশাকের মতোই। একটা বেদনার ভান করে মানুষ, যদিও তাতে অস্বস্তিকর একটা সুখ মেশানো থাকে।

Friday, August 19, 2011

First touch!!!

Change is a way of life; but really it changes - the first everything? First school, first fail, first love... & my sweet little home town! I know I can never be a thing apart from the city where my first things crawled. The pain - love - my silly joys - every blissful moment - everything!


Amar gaan...amar valobasha...
Sopnera amar....amari onuron!