Friday, June 27, 2014

...Hypocrisy!!!

কটা সময় ছিল যখন আমাদের বাপ-দাদারা বউ পেটাতেন, সে এক করুন রস! সভ্য হয়েছি আমরা এখন, বউ পেটাইনা- নাকি পারিনা, সে তর্ক আরেকদিন। এখন অনেক বেশি সভ্য হয়েছি আমরা, অভিনয় শিখেছি অনেকখানি- তাই রক্ষে! তাই বলে ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়নি আমাদের বিবেক- এ যেন আরেক নদী-ভাঙন, আগ্রাসী হয়ে থাবা বসিয়েই চলেছে চারপাশের যা কিছু মানবীয়- তাতে।

ডাক্তার, প্রকৌশলী আর কম্পিউটার জিনিয়াস বানানোর কারখানার প্রতিযোগ দিকে দিকে, শালা ভালো মানুষ বানাতে চায়না কেউ।
সভ্যতা খাই আমরা এখন, বানাইনা!!!

Wednesday, June 25, 2014

...পিতৃত্ব


...এমন উজ্জ্বল, জ্বলজ্বলে চোখ দেখার অভিজ্ঞতা হলো আমার এই প্রথম। জীবনে খুব নিবিড়ভাবে অনুভব করলাম, এই বিশ্ব-ব্রহ্মাণ্ডে আর কোন কিছুই এতটা আলো ছড়াতে পারেনা। হ্যাঁ, একজন গর্বিত পিতার চোখের কথা বলছি আমি, যিনি তাঁর সন্তানের কারণে গর্বিত।
একই সাথে অনুভব করলাম, সুখি হওয়ার জন্য খুব বেশী কিছু প্রয়োজন হয়না জীবনে। দুর্ভাগ্য, এই ‘অল্পকিছু’-এর সাক্ষাত পায়না কেউ জীবনভর!!!