একটা সময় ছিল যখন আমাদের বাপ-দাদারা বউ পেটাতেন, সে এক করুন রস! সভ্য হয়েছি আমরা এখন, বউ পেটাইনা- নাকি পারিনা, সে তর্ক আরেকদিন। এখন অনেক বেশি সভ্য হয়েছি আমরা, অভিনয় শিখেছি অনেকখানি- তাই রক্ষে! তাই বলে ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়নি আমাদের বিবেক- এ যেন আরেক নদী-ভাঙন, আগ্রাসী হয়ে থাবা বসিয়েই চলেছে চারপাশের যা কিছু মানবীয়- তাতে।
ডাক্তার, প্রকৌশলী আর
কম্পিউটার জিনিয়াস বানানোর কারখানার প্রতিযোগ দিকে দিকে, শালা ভালো মানুষ বানাতে
চায়না কেউ।
সভ্যতা খাই আমরা এখন, বানাইনা!!!
No comments:
Post a Comment