Friday, June 27, 2014

...Hypocrisy!!!

কটা সময় ছিল যখন আমাদের বাপ-দাদারা বউ পেটাতেন, সে এক করুন রস! সভ্য হয়েছি আমরা এখন, বউ পেটাইনা- নাকি পারিনা, সে তর্ক আরেকদিন। এখন অনেক বেশি সভ্য হয়েছি আমরা, অভিনয় শিখেছি অনেকখানি- তাই রক্ষে! তাই বলে ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়নি আমাদের বিবেক- এ যেন আরেক নদী-ভাঙন, আগ্রাসী হয়ে থাবা বসিয়েই চলেছে চারপাশের যা কিছু মানবীয়- তাতে।

ডাক্তার, প্রকৌশলী আর কম্পিউটার জিনিয়াস বানানোর কারখানার প্রতিযোগ দিকে দিকে, শালা ভালো মানুষ বানাতে চায়না কেউ।
সভ্যতা খাই আমরা এখন, বানাইনা!!!

Wednesday, June 25, 2014

...পিতৃত্ব


...এমন উজ্জ্বল, জ্বলজ্বলে চোখ দেখার অভিজ্ঞতা হলো আমার এই প্রথম। জীবনে খুব নিবিড়ভাবে অনুভব করলাম, এই বিশ্ব-ব্রহ্মাণ্ডে আর কোন কিছুই এতটা আলো ছড়াতে পারেনা। হ্যাঁ, একজন গর্বিত পিতার চোখের কথা বলছি আমি, যিনি তাঁর সন্তানের কারণে গর্বিত।
একই সাথে অনুভব করলাম, সুখি হওয়ার জন্য খুব বেশী কিছু প্রয়োজন হয়না জীবনে। দুর্ভাগ্য, এই ‘অল্পকিছু’-এর সাক্ষাত পায়না কেউ জীবনভর!!!

Friday, October 07, 2011

...realisin' da truth!

...it's not all 'bout honesty, humanity matters also. We are here on
this earth not only to eat & breed; there are more things to do in
this universe. The problem is not with materialism, it's 'bout
realisation - da disciplined orbits, da rotation they make! Did we
ever think how do they do it?
We've to realise, why wind blows?

Sunday, September 11, 2011

changin' milieu

tryin' to cope up with da changin' milieu...& still tryin' to expand
da capacity of extrovert-trend!

Monday, September 05, 2011

Mutation

Change is the way of life. The universe - human being - the souls all
have their way of change. We come from dust, and will be stirred up
into the same. Why so chaos then?

Wednesday, August 31, 2011

আমার ইচ্ছে ঘুড়ি!

একেকটা মানুষের সাথে তার পোশাকের যে সম্পর্ক, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো ঠিক তেমনই। প্রত্যেকটা মানুষের অতি প্রিয়, খুব কাছের কিছু পোশাক থাকে। আবার কিছু থাকে প্রিয় না হলেও গায়ে জড়াতে হয় - ছুঁড়ে ফেলা যায়না সহজেই - হয়তো অভ্যাস। এভাবে জিইয়ে রাখা আলতো সম্পর্কগুলো একসময় আলগা হতে থাকে - নুয়ে পড়ে - আত্মার যে টানগুলো ছিল কখনো, ছিঁড়ে যেতে থাকে - ভালো না লাগা পোশাকের মতোই। একটা বেদনার ভান করে মানুষ, যদিও তাতে অস্বস্তিকর একটা সুখ মেশানো থাকে।

Friday, August 19, 2011

First touch!!!

Change is a way of life; but really it changes - the first everything? First school, first fail, first love... & my sweet little home town! I know I can never be a thing apart from the city where my first things crawled. The pain - love - my silly joys - every blissful moment - everything!


Amar gaan...amar valobasha...
Sopnera amar....amari onuron!